প্রিন্স চৌধুরীর কবিতা ” পুরাতন “

তবুও আমি চাই আপনাকে, খুঁজি
অবেলায়, আনমনে, অনুভবে
প্রতিটা ক্ষণে ক্ষণে।
কিছু কথা ছিলো না বলা
কিছু চিঠি ছিলো মনের বাক্সে তোলা
চিঠি লিখিছি, চিঠি দিয়েছি
আপনার ঠিকানায়, ডাক পিয়ন এসে বলে
এই ঠিকানায় কোন মানুষ থাকে না।
তবুও আমি চিঠি লিখি একই ঠিকানায়
একই মানুষের পানে, আমার তো পুরানো অভ্যাস
পরিবর্তন করতে পারি না কোন ভাবে।
নতুন ঠিকানা আপনার,নতুন মানুষ লিখে চিঠি
আমার আমি পুরান আছি
এখনো পুরাতন ঠিকানাকেই আপন ভাবি।