দুর্গাপূজা উপলক্ষে ভোলায় ৪ স্তরের নিরাপত্তা থাকবে : ভোলা পুলিশ সুপার
ইয়াছিনুল ঈমন, আমাদের ভোলা ।
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভোলায় কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে মতদিনময় করেছেন ভোলা জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম। (বিপিএম, পিপিএম) ২৯ সেপ্টেম্বর পুলিশ সুপারের সম্মেলন কক্ষে ভোলা পুলিশ সুপার সাইফুল ইসলাম (বিপিএম পিপিএম) মহোদয়ের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভোলা প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক অমিতাভ রায় অপু, সাংবাদিক শাহাদাত হোসেন শাহীন, সাংবাদিক নাসির লিটন, জেলা পুলিশের বিশেষ শাখা ডি আই ওয়ান খাইরুল কবির, জেলা পুলিশ গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ এনায়েত হোসেন সহ ভোলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।
আলোচনা সভায় ভোলা পুলিশ সুপার সাইফুল ইসলাম (বিপিএম পিপিএম) বলেন সনাতন ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে নিচ্ছিদ্ধ নিরাপত্তা নিশ্চিত করতে ভোলা জেলা পুলিশ ইতিমধ্যে পূজার প্রস্তুতি কালীন, পূজা চলাকালীন এবং পূজা পরবর্তী চারস্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে । এ বছর ভোলা জেলায় ১১৬টি পূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপন করা হবে। ইতিমধ্যে ভোলা জেলা পূজা উদযাপন কমিটির সদস্যদের সাথে জেলা পুলিশে নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । প্রতিটি মণ্ডপে পর্যাপ্ত সংখ্যক পুলিশ ফোর্স সহ আনসার সদস্য মোতায়ন করা হবে। অধিক গুরুত্বপূর্ণ পূজা মন্ডপে ৮ জন গুরুত্বপূর্ণ পূজা মন্ডপে ৬ জন ও সাধারণ পূজা মন্ডপে ৪ জন আনসার সদস্য মোতায়ন করার পরিকল্পনা আছে। এছাড়াও গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ চেকপোস্ট সার্বক্ষণিক মোবাইল টিম ও সাদা পোশাকে পুলিশের গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে।
ভোলা পুলিশ সুপার আরো বলেন প্রতিটি পূজা মন্ডপ সিসি ক্যামেরার আওতাভুক্ত থাকবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে সামাজিক সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল এর মনিটরিং কার্যক্রম অব্যাহত রয়েছে।