চরফ্যাশন ইউএনওর নিরাপত্তায় বাসভবনে আনসার মোতায়েন

এম আবু সিদ্দিক, বিশেষ প্রতিনিধি৷

চরফ্যাশন উপজেলা নির্বাহী অফিসারের বাসভবনে তার ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে ৪ জন আনসার সদস্য মোতায়েন করেছে জেলা আনসার ভিডিপি। শুক্রবার (৪আগষ্ট) বিকেল ৪টা থেকে চরফ্যাশন উপজেলা নির্বাহি অফিসার মোঃ রুহুল আমিনের সরকারি বাসভবনে, তার ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে ৪ জন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে৷ জেলা আনসার ভিডিপি কার্যালয়ের ভোলা জেলা কমান্ডেন্ট মোঃ আহসানউল্লাহ বলেন, শুক্রবার বিকেল থেকে প্রাথমিকভাবে ভোলার সাত উপজেলার নির্বাহী অফিসারদের বাসভবনে চারজন করে আনসার সদস্য মোতায়েন করা হয়েছে৷ তাদের সকলের হাতে অস্ত্র তুলে দেয়া হয়েছে৷ তারা দু’জন করে দিনে ৬ঘন্টা রাতে ৬ঘন্টা নিরাপত্তার কাজে ডিউটি করবেন৷ উল্লেখ্য, দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ইউএনও ওয়াহিদা খানমের উপর দুর্বৃত্তদের হামলার ঘটনার পরই সকল উপজেলায় ইউএনও’দের নিরাপত্তা নিশ্চিতে ৪ জন করে আনসার মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। চরফ্যাশন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন আনসার মোতায়েনের বিষয়টি নিশ্চিত করে আমাদের ভোলা ডটকমকে জানান, গত শুক্রবার বিকাল থেকে ৪জন আনসার সদস্য আমার বাসভবনে মোতায়েন করা হয়েছে৷ আমি আশা করি তাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবেন৷

ফেসবুকে লাইক দিন

আর্কাইভ

সেপ্টেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« আগষ্ট    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

সর্বমোট ভিজিটর

counter
এই সাইটের কোন লেখা অনুমতি ছাড়া কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ!
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।