চরফ্যাশনে তেলের ট্যাংক-বোরাক সংঘর্ষে নিহত-১আহত -৫

এম আবু সিদ্দিক, আমাদের ভোলা.কম।

ভোলা- চরফ্যাশন প্রধান সড়কে তেলের ট্যাংক ও যাত্রীবাহী বোরাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে দিদারুল ইসলাম (৩২) নামের একজন নিহত হয়েছে৷ সংঘর্ষে আরও আহত হয়েছে ৫ জন৷

সোমবার দুপুর প্রায় ১২ টায় চরফ্যাশন কাইমুদ্দিন মোড়ে তেলের ট্যাংক ও যাত্রীবাহী বোরাক মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে৷
জানা যায় এতে বোরাক ড্রাইভার দিদার ঘটনাস্থলেই নিহত হয়েছেন৷ নিহত দিদার চরফ্যাশন আছলামপুর ইউনিয়ন খোদেজাবাগ গ্রামের বশির উল্লাহর ছেলে। আহতরা হলেন কনিকা বেগম (৪০), মোঃ জুয়েল (২৫), জাবেদ (২২), মোঃ মনির (৫০), কাজল (৩২)। তাদেরকে স্হানীয়রা ও ফায়ার সার্ভিস কর্মিরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়।এদের মধ্যে আশঙ্কাজনক দু’জনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল পাঠানো হয়েছে৷

চরফ্যাশন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার মোঃ ইমরান হোসেন জানান আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহত ভিকটিমদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষনা করেন৷

চরফ্যাশন থানা অফিসার ইনচার্জ মনির হোসেন জানান যাত্রী নিয়ে বোরাকটি চরফ্যাশনের দিকে আসছিল বিপরীত দিক থেকে আসা তেলের ট্যাংকটি ভোলার উদ্দেশ্যে যাওয়ার পথে মুখোমুখি সংঘর্ষে হয়। তবে দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি।

এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

ফেসবুকে লাইক দিন

আর্কাইভ

জুলাই ২০২৫
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

সর্বমোট ভিজিটর

counter
এই সাইটের কোন লেখা অনুমতি ছাড়া কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ!
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।