কবি মোঃ আঃ কুদদূস এর ” নন্দন দৃষ্টি “

কী মায়াবতী চোখ!
অপরিসীম মায়া
দৃষ্টি জুড়ে নিবদ্ধ
প্রণয়ের ছায়া।

অনাবিল অভিবাদন
নিঃশব্দে, ইশারায়
শুধু কাছে টানে
উতাল হাওয়ায়।

এলোমেলো ভাবনা
উড়িয়ে নেয় সব
কী সুষম ব্যঞ্জনা
অসময়ের কলরব।

প্রণয়ের বাঁশি বাজে
ঐ নিভৃত আসরে
কত যে সূর তোলে
কল্পনার বাসরে।

মম তৃষিত হৃদয়ে
আলপনা আঁকে
তাই থমকে দাঁড়াই
কাজের ফাঁকে।

আবার ফিরে আসবে
কবে সেই সুদিন
স্বপ্নরা উড়ে যাবে
প্রেম র’বে অমলিন।

অমনি টানা চোখে
কী দেখো আজি!
ভরদুপুরে রাঙাও
অপরূপা সাজি।

সাধের সাধনা মোর
অবিরাম চলে
চোখ দেখা হয় না
নিঠুর যাঁতাকলে।

তবু মনের অলিন্দে
বারেক দেখো চেয়ে
রঙধনূর সাত রঙ
পড়ছে আজ গড়িয়ে।

১৬ আগস্ট ২০১৯
ঢাকা।

ফেসবুকে লাইক দিন

আর্কাইভ

জানুয়ারি ২০২৫
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ডিসেম্বর    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

সর্বমোট ভিজিটর

counter
এই সাইটের কোন লেখা অনুমতি ছাড়া কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ!
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।