উদ্বোধন হলো পুলিশের অনলাইন নিউজ পোর্টাল ‘POLICE NEWS‘

অনলাইন ডেস্ক, আমাদের ভোলা।
বাংলাদেশ পুলিশের অনলাইন নিউজ পোর্টাল পুলিশ নিউজের (news.police.gov.bd) উদ্বোধন করলেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার)। আজ বুধবার পুলিশ হেডকোয়ার্টার্সে এই অনলাইন পোর্টালের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে জানানো হয়, অপরাধ দমনে পুলিশের নানা পদক্ষেপ, বক্তব্য, বিবৃতি, প্রেস বিজ্ঞপ্তি পোর্টালটিতে প্রকাশ করা হবে। পুলিশ কর্তকর্তাদের সংবাদ সম্মেলনে দেওয়া বিভিন্ন বক্তব্যও প্রকাশ করা হবে।
ফলে সাংবাদিকরা সহজেই তাদের প্রয়োজনীয় সংবাদ এই পোর্টাল থেকেই সংগ্রহ করতে পারবেন। শুধু পুলিশের কার্যক্রম নয়, দেশি-বিদেশি, খেলাধুলা, বিনোদনের খবরও থাকবে। থাকবে ব্রেকিং নিউজও। সংবাদ, খেলাধুলা ও বিনোদন বিষয়ক সংবাদ।
এখানে গুরুত্বপূর্ণ যে কোন ব্রিফিং এর ভিডিও ফুটেজ ও প্রেস রিলিজ পাওয়া যাবে। এ ক্ষেত্রে কোন সাংবাদিক কোন ব্রিফিং-এ অনুপস্থিত থাকলেও এখান থেকে তিনি তথ্য সংগ্রহ করতে পারবেন।