ভোলায় ইএসডিও’র আয়োজনে প্রশিক্ষণার্থীদের জন্য চাকুরি মেলা অনুষ্ঠিত।

কাজী মহিবুল্লাহ আজাদ, বার্তা সম্পাদক, আমাদের ভোলা।
বাজারে প্রচলিত হস্তান্তরযোগ্য দক্ষতার জন্য ইকো সিস্টেম ভিত্তিক বিকল্প শিক্ষা প্রোগ্রাম (ALP) এর মাধ্যমে সবচেয়ে সুবিধাবঞ্চিত কিশোর-কিশোরী ক্ষমতায়ন করা। এবং বিকল্প শিক্ষা ও দক্ষতা কার্যক্রমের প্রশিক্ষণার্থীদের জন্য চাকরি মেলার আয়োজন করেছে ইএসডিও ভোলা জেলা।
শনিবার (৩০ই আগস্ট) দিনব্যাপী ভোলা সদরের বাংলা বাজার ফাতেমা খানম ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে ইএসডিও ভোলা জেলার প্রশিক্ষিত জনশক্তির চাকরির সুযোগ তৈরির জন্য চাকরি মেলার আয়োজন করা হয়েছে। ইএসডিওর সহকারী প্রোগ্রাম ম্যানেজার জিনাত আরা বিশ্বাস এর সভাপতিত্বে চাকুরি মেলায় প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন ভোলা জেলা প্রশাসক মো. আজাদ জাহান। জেলা প্রশাসকের অনুমতি সাপেক্ষে
চাকরি মেলার শুভ উদ্বোধন করেন মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তর উপপরিচালক মো. ইকবাল হোসেন।
সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট মো. সাজুর সঞ্চালনায় মেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা যুব উন্নয়ন অধিদপ্তর উপপরিচালক(ভারপ্রাপ্ত)মোকাদ্দেছ আলী, উপসহকারি কৃষি কর্মকর্তা মো. তানজিলুর রহমান,বাংলাবাজার টিটিসির ইনস্ট্রাক্টর মো. ওসমান গনি, খামারবাড়ি উপসহকারী অফিসার মো. নাছির উদ্দীন,
ইএসডিওর সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট মো. বিপুল তালুকদার, সহকারী মনিটরিং অফিসার মো. রনি হোসেন, জব প্লেসমেন্ট অফিসার ভাস্কর রায়সহ সার্বিক সহযোগিতায় ইএসডিও এএলপি এর সকল উন্নয়ন কর্মী উপস্থিত ছিলেন।
প্রজেক্ট ম্যানেজার মো. শাহরিয়ার মাহমুদের দিকনির্দেশনায় সহকারী প্রোগ্রাম ম্যানেজার জিনাত আরা বিশ্বাস বলেন, আমরা ইউনিসেফের সাথে অংশীদারিত্বের ভিত্তেতে প্রাতিষ্ঠানিক শিক্ষা থেকে ঝরে পড়া সবচেয়ে প্রান্তিক কিশোর-কিশোরী (১৫-২৪ বছর) চ্যালেঞ্জ এবং সুযোগগুলি চিহ্নিত করে, বাজারের সুযোগ, চাহিদা, পরিষেবা প্রদানকারী বা দক্ষতার সুযোগ অন্বেষণ করে দেশের সাতটি নির্বাচিত জেলা ভোলা, বরিশাল, সাতক্ষীরা, বাগেরহাট, গাজীপুর, শেরপুর ও জামালপুর জেলায় অল্টারনেটিভ লার্নিং প্রোগ্রাম (ALP) এর মাধ্যমে প্রাতিষ্ঠানিক শিক্ষা থেকে ঝরে পড়া, দরিদ্র ও সুবিধা বঞ্চিত কিশোর-কিশোরী দের (১৫-২৪ বছর) মেয়েদের দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়ন করছি।
আলোচনা প্রকল্পের সার্বিক বিষয় গুলো সংক্ষেপে তিনি বলেন, আমরা ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ESDO) কে প্রতিনিধিত্ব করি। ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ESDO) জীবিকা, দক্ষতা উন্নয়ন, স্বাস্থ্য ও শিক্ষার ক্ষেত্রে গ্রামীণ জনগোষ্ঠীর সামগ্রিক উন্নয়নের জন্য প্রচেষ্টা অব্যাহত রেখেছে। যেমন পানি ও স্যানিটেশন, পুষ্টি, মা ও শিশুর স্বাস্থ্য সেবা বৃদ্ধি পর্যবেক্ষণ, টিকাদান, আর্সেনিক প্রশমন এবং বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নের চাহিদাকে গুরত্ব দিয়ে ১৯৮৮ সালের সূচনালগ্ন থেকে ESDO এর লক্ষ্য “আমরা সকল বৈষম্যমুক্ত একটি ন্যায়ভিত্তিক সমাজ চাই”।
ইএসডিও ভোলা জেলা কতৃক প্রশিক্ষিত জনশক্তির চাকরির সুযোগ তৈরির জন্য চাকরি মেলার আয়োজনে জনশক্তি বিভিন্ন নিয়োগদাতা প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীগণ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে “মোহাম্মদ ফ্যাশন হাউজ”, এইচ,এ,মটরস, “দেওয়ান হ্যান্ডিক্রাফট”, এম এম মটরস, সৌর পাওয়ার, সোস্যাল এডভান্সমেন্ট অফ ইয়ুথ এসোসিয়েশন (ছায়া) উজ্জ্বল মটরস এন্ড সার্ভিসিং সেন্টার, স্বপ্ন পূরণ, সেঞ্চুরি টেইলার্স,নুহা ইলেকট্রিক এন্ড স্যানেটারীসহ আরও বিভিন্ন প্রতিষ্ঠান সমূহঅংশগ্রহণ করে।
আয়োজকরা জানান, ইএসডিও থেকে ১৭৬ জন প্রশিক্ষণপ্রাপ্ত চাকরি প্রত্যাশী চাকুরী মেলায় মোট নিবন্ধন করেছেন এর মধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানে ৮২ জন বিভিন্ন পদে নিয়োগ প্রাপ্ত হন, নিবন্ধিত প্রশিক্ষণার্থীদের মধ্যে ১৫ জন উদ্যোক্তা নিবন্ধন করে ৭ জন ৭০০০/- হাজার থেকে ১৫০০০/- হাজার টাকা করে লোনের অনুমোদন পায়।

