ভোলায় সময় টি‌ভি’র সাংবা‌দি‌কের উপর হামলার প্রতিবা‌দে মানববন্ধন ও প্রতিবাদ সমা‌বেশ

ইয়াছিনুল ঈমন, আমাদের ভোলা ।

ভোলার দৌলতখা‌নে সংবাদ সংগ্রহ কর‌তে গি‌য়ে সময় টি‌ভি’র স্টাফ রি‌পোর্টার না‌সির উদ্দিন লিটন ও ক‌্যা‌মেরা পার্সন উৎপল দেবনাথ’র উপর বিএন‌পির নেতা-কর্মী‌দের হামলা ও ক‌্যা‌মেরা ভাংচু‌রের প্রতিবা‌দে মানববন্ধন ও প্রতিবাদ সমা‌বেশ অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। শ‌নিবার ১১ টার দি‌কে ভোলা প্রেসক্লাবের আয়োজ‌নে প্রেসক্লা‌বের সাম‌নে মানববন্ধন অনু‌ষ্ঠিত হয়।
এসময় তীব্র বৃ‌ষ্টি উপেক্ষা ক‌রে বৃ‌ষ্টি‌তে ভি‌জে ভোলার সাংবা‌দিকরা প্রেসক্লা‌বের সাম‌নের জ‌ড়ো হ‌য়ে মানববন্ধন কর্মসূ‌চি পালন ক‌রেন।

মানববন্ধ‌নে বক্তারা ব‌লেন, গতকাল শুক্রবার দুপু‌র পৌ‌নে ৩ টার দি‌কে দৌলতখান উপ‌জেলার ভবানীপুর ইউনিয়‌নের এক‌টি অ‌নিয়‌মের সংবাদ সংগ্রহ কর‌তে গে‌লে বিএন‌পি নেতা কা‌জি রা‌সেল ও তার অঙ্গসংগঠ‌নের প্রায় ৫০ জন নেতা-কর্মী জ‌ড়ো হয়ে সময় টি‌ভির রি‌পোর্টার ও ক‌্যা‌মেরাম‌্যান‌কে অবরুদ্ধ ক‌রেন। এসময় সাংবা‌দিক‌দের উপর হামলা, মারধর ও ক‌্যা‌মেরা ভাংচুর ক‌রেন। এঘটনার প‌রে স্থানীয়‌দের সহ‌যোগীতায় উদ্ধার হয়ে থানায় গে‌লে উপ‌জেলা বিএন‌পির নেতারা সাংবা‌দিক‌দের নজরব‌ন্ধি ক‌রে রা‌খেন। এঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জা‌নি‌য়ে দ্রুত সম‌য়ের ম‌ধ্যে জ‌ড়িত কা‌জি রা‌সেল ও তার বা‌হিনীর সদস‌্যদের গ্রেফতার ক‌রেন দৃষ্টান্তমূলক শা‌স্তির দাবী ক‌রেন।

এসময় বক্তব‌্য রা‌খেন, সি‌নিয়র সাংবা‌দিক ও দৈ‌নিক আজ‌কের ভোলার সম্পাদক শওকত হো‌সেন, ইনডিপেনডেন্ট টি‌ভির প্রতি‌নি‌ধি নজরুল ইসলাম অনু, কাল‌বেলার প্রতি‌নি‌ধি ওমর ফারুক, সময় টি‌ভি স্টাফ রি‌পোর্টার না‌সির উদ্দিন লিটন, চ‌্যা‌নেল আই প্রতি‌নি‌ধি হারুন অর র‌শিদ,নয়া দিগন্ত প্রতিনিধি শাহাদাত শাহিন, বাসস প্রতিনি‌ধি আল আমিন শাহ‌রিয়ার, আমার দেশ প্রতিনিধি ইউনুস শরীফ, একুশে টেলিভিশন প্রতিনিধি মেজবাহ শিপু, প্রমূখ।

ফেসবুকে লাইক দিন

আর্কাইভ

জানুয়ারি ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ডিসেম্বর    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

সর্বমোট ভিজিটর

counter
এই সাইটের কোন লেখা অনুমতি ছাড়া কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ!
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।