সমভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম নিয়ে নিজেকে ধন্য মনে করি-এমপি শাওন
তজুমদ্দিন প্রতিনিধি, আমাদের ভোলা.কম।
ভোলা-৩ তজুমদ্দিন-লালমোহনের সাংসদ আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, আমি লালমোহনের স¤্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহন করে নিজেকে ধন্য মনে করি। আমার বাবা মরহুম হাজী নুরুল ইসলাম চৌধুরী একজন খাঁটি মোমেন ছিলেন। জেনারেল শিক্ষিত হয়েও আমলের কারণে হক্কানী আলেম সমাজ আমার বাবাকে এতোটা ভালবাসে আগে জানতাম না। বাবার মৃত্যুর পর আলেমদের ভালবাসায় আমিও নিজেকে বদলে ফেলেছি। শুক্রবার বাদ জুমা তজুমদ্দিন উপজেলা পরিষদের আয়োজনে হাজী নুরুল ইসলাম চৌধুরী স্মরণে বিশাল দোয়া অনুষ্ঠানে এমপি শাওন আবেগ আপ্লুত হয়ে এসব কথা বলেন। উপজেলার আলেম ওলামা সহ প্রায় সহ¯্রাধিক মুসল্লি দোয়া মিলাদে অংশ গ্রহন করেন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোশারফ হোসেন দুলাল, ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, উপজেলা আ’লীগ সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সম্পাদক ফজলুল হক দেওয়ান, অধ্যক্ষ হেলাল উদ্দিন সুমন প্রমুখ। পরে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোশারফ হোসেন দুলাল দুটি গরু জবাই দিয়ে অনুষ্ঠানে আগত মুসুল্লিদের দুপরে আপ্যায়ন করেন।