শোক দিবসে ভোলা আওয়ামীলীগ এর নানা আয়োজন

কাজী মো: মহিবুল্লাহ আযাদ , আমাদের ভোলা.কম।
ভোলায় স্বাস্থ্যবিধি মেনে জেলা আওয়ামী লীগের জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে শুক্রবার চিত্রাংন শেষে তা প্রদর্শন করে শিশুরা। এ ছাড়া কবিতা আবৃত্তি, বক্তৃতা ও রচনা প্রতিযোগিতা অংশ নেয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। কোভিড-১৯ আতংকের কারনে অনেকে ভাচুর্য়াল অংশ নেয়। দুই দিন ব্যাপী জাতীয় শোক দিবসের প্রথম দিন অংশ গ্রহণকারী সকল প্রতিযোগীদেও মধ্যে পুরস্কার দেয়ার পাশাপাশি বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, জেলা আওয়ামী লীগ সহসভাপতি হামিদুল হক বাহালুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোশারফ হোসেন, অনুষ্ঠানের আহ্বায়ক নজরুল ইসলাম গোলদার, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম নকিব, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম, পৌর আওয়োমী লীগ সম্পাদক আলী নেওয়াজ পলাশ। অনুষ্ঠানে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন, প্রেসক্লাব সম্পাদক অমিতাভ অপু, ভোলা দিয়েটার সভাপতি নাসির লিটন, ওই সংগঠনের সম্পাদক আবিদুল আলম, আবৃত্তি শিল্পী অতনু করঞ্জাই, রেহানা ফেরদৌস, সহকারী শিক্ষক সারমিন জাহান শ্যামলী, আদিল হোসেন তপু, এ্যাডভোকেট মেসবাহুল আলম । এদিকে প্রতিযোগিতায় সেরা হয়েছে তৃতীয় শ্রেনির শিক্ষাথর্ী আমরিম সালাম বর্ষা, পঞ্চম শ্রেনির ণুরই জান্নাত বুশরা, তৃতীয় শ্রেনির নুসরাত ফাইজা, তাফমিদা আফরোজ, নিশাত ফারজানা, তাসকিনা মেহেজাবিন , মোঃ সাকিল ।