মাদকাসক্তির পরিনতি ভয়াবহ – ভোলা পুলিশ সুপার কায়সার
ডেস্ক রিপোট, আমাদের ভোলা.কম।
ভোলার দুলার হাট থানা পুলিশের উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। ২৪ আগস্ট শনিবার সকাল ১১টায় থানা হল রুমে জনপ্রতিনিধি ও গ্রাম পুলিশদের নিয়ে মাদক ও চোরাচালান বিষয়ে এক মুক্ত আলোচনা সভার আয়োজন করা হয়।ওপেন হাউজ ডে’তে প্রধান অতিথির ভক্তবে ভোলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন মাদকাসক্তির পরিনতি ভয়াবহ, মাদকাসক্তির ভয়াবহ পরিনতি সম্পর্কে দেশ আজ সচেতন।মাদকের ভয়াল থাবা থেকে ভোলা জেলাকে রক্ষার জন্য সরকারের সকল পদক্ষেপে জনগনকে সহায়তা করতে হবে ।মাদকের কারনে সমাজ বিপর্যস্ত হয়ে নারী অপহরন,নির্যাতন বেড়ে গিয়েছে।সমাজ জীবনে নেমে আসছে নির্মম অভিশাপ। নারীদের রক্ষায় ও নির্যাতন রোধে সকলকে এগিয়ে আসতে হবে। মাদক ব্যবসায়ীদের কোন ছাড় নেই,আমাদের সমাজে মাদক ও সকল অসামাজিক কাজে লিপ্তদের প্রতিরোধ করা পুলিশের পক্ষে একা সম্ভব নয়। তবে পুলিশ ও জনগন ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে সমাজ থেকে বাল্য বিবাহ, মাদক, ইভটিজিং ও সমাজ বিরোধী সকল কর্মকান্ড নির্মূল করা সম্ভব। দেশে সরকারের জঙ্গী ও মাদক বিরোধী অভিযানে জনগণকে এগিয়ে আসতে হবে।
এসময় আরো উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন আকন,সিনিয়র সহকারী পুলিশ সুপার (চরফ্যাশন সার্কেল), শেখ সাব্বির হোসেন, দুলারহাট থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান পাটোয়ারী সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া কর্মীবৃন্দ, গ্রাম পুলিশ ও দুলারহাট থানার অফিসার ও পুলিশ সদস্যগণ।