ভোলা জেলা ছাত্রদলের ১৭টি ইউনিটের কমিটি ঘোষনা
প্রেস রিলিজ, আমাদের ভোলা.কম।
ভোলার দৌলতখান, বোরহানউদ্দিন, তজুমদ্দিন, লালমোহন, চরফ্যাশন ও মনপুরা উপজেলা ছাত্রদল, পৌর ছাত্রদল ও কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ভোলা জেলার সভাপতি মোঃ নুরে আলম ও সাধারন সম্পাদক মোঃ আল-আমিন হাওলাদারের স্বাক্ষরিত প্যাডে উপজেলা, পৌর ও কলেজ শাখায় ২১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন করা হয়।
কমিটির নির্বাচিতরা হচ্ছেন, দৌলতখান উপজেলা শাখা ছাত্রদলের আহ্বায়ক মির্জা মোঃ মনিরুল ইসলাম, ১নং যুগ্ম আহ্বায়ক মোঃ জাফর উল্লাহ, সদস্য সচিব মোঃ নাহিদুল ইসলাম, পৌর শাখা ছাত্রদলের আহ্বায়ক মোঃ রাসেল, ১নং যুগ্ম আহ্বায়ক মোঃ ইব্রাহিম সবুজ, সদস্য সচিব মোঃ সেজান মাহমুদ, আবু আবদুল্লাহ কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক মোঃ শাকিল হোসেন সৌরভ, ১নং যুগ্ম আহ্বায়ক মোঃ হাসনাইন মিঝি, সদস্য সচিব মোঃ আক্তারুজ্জামান বাবু, বোরহানউদ্দিন উপজেলা শাখা ছাত্রদলের আহ্বায়ক আলম খান হৃদয়, ১নং যুগ্ম আহ্বায়ক শিহাব উদ্দিন হাওলাদার সদস্য সচিব তানজিল হাওলাদার, পৌর শাখা ছাত্রদলের আহ্বায়ক রায়হান আহাম্মেদ শাকিল, ১নং যুগ্ম আহ্বায়ক আলফাজ ইসলাম জেনি, সদস্য সচিব এম.এইচ. টিপু, আবদুল জব্বার কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক শাহাদাত হোসেন শাকিল, ১নং যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম নকিব, সদস্য সচিব সৈকত জাহান হৃদয়, ভোলা পলিটেকনিক ইনষ্টিটিউট শাখার আহ্বায়ক মোঃ আরাফাত রহমান সুজন, ১নং যুগ্ম আহ্বায়ক মোঃ সৈকত, সদস্য সচিব মোঃ তৌহিদুল ইসলাম, তজুমদ্দিন উপজেলা শাখা ছাত্রদলের আহ্বায়ক মোঃ মামুন, ১নং যুগ্ম আহ্বায়ক জুলফিকার হাওলাদার, সদস্য সচিব মোঃ শরিফ হাওলাদার, তজুমদ্দিন ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক মোঃ রাসেল, ১নং যুগ্ম আহ্বায়ক মোঃ মেহেদী হাসান মমিন, সদস্য সচিব মোঃ মমিনুল ইসলাম শাকিল, লালমোহন উপজেলা শাখা ছাত্রদলের আহ্বায়ক মোঃ ফজলে রাব্বী নাফিজ, ১নং যুগ্ম আহ্বায়ক মোঃ মারুফ হোসেন, সদস্য সচিব মোঃ নাজিম উদ্দিন, পৌর শাখা ছাত্রদলের আহ্বায়ক মোঃ ফাতেহ আলী শান্ত, ১নং যুগ্ম আহ্বায়ক মোঃ রিজভী আহমেদ, সদস্য সচিব মোঃ জিহাদ হোসেন রিশাদ, সরকারী শাহবাজপুর কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক মোঃ জোবায়ের বকসি, ১নং যুগ্ম আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম জিহাদ, সদস্য সচিব মোঃ আবদুর রহমান নাঈম, চরফ্যাশন উপজেলা শাখা ছাত্রদলের আহ্বায়ক মোঃ আরিফ ফরাজী, ১নং যুগ্ম আহ্বায়ক এহসান উল্লাহ শোভন, সদস্য সচিব মোঃ অনিক কাজী, পৌর শাখা ছাত্রদলের আহ্বায়ক মোঃ নুরুদ্দিন আখন, ১নং যুগ্ম আহ্বায়ক মোঃ মনির হোসেন, সদস্য সচিব মোঃ ইয়াজুল ইসলাম, চরফ্যাশন সরকারী কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক মোঃ এমরান (ফরাজী), ১নং যুগ্ম আহ্বায়ক মোঃ মিরাজ, সদস্য সচিব মোঃ মেহেদী হাসান (মিয়াজী), মনপুরা উপজেলা শাখা ছাত্রদলের আহ্বায়ক মোঃ কবির হোসেন, ১নং যুগ্ম আহ্বায়ক মোঃ আলাউদ্দিন মোল্লা, সদস্য সচিব মোঃ শাহাদুল ইসলাম শাহীন, মনপুরা সরকারী কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক মোঃ সুজন মাহবুব, ১নং যুগ্ম আহ্বায়ক মোঃ মেজবাহ উদ্দিন রাকিব, সদস্য সচিব মোঃ স্বপ্নন মিয়া।
প্রেস বিজ্ঞপ্তিতে ভোলা জেলা ছাত্রদলের সভাপতি মোঃ নুরে আলম ও সাধারন সম্পাদক মোঃ আল-আমিন হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম শরিফ বলেন, বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে আরও শক্তিশালী ও সংগঠনকে আরও গতিশীল করতে ৬ উপজেলায় নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বিগত দিনের আন্দোলন সংগ্রামে সক্রিয় থাকা কর্মীদের নিয়েই এ কমিটি গঠন করেছি। এই কমিটিকে আগামী ৬০ দিনের মধ্যে পুনাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে।