ভোলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দোকান র্কমচারীর মৃত্যু
কাজী মহিবুল্লাহ আজাদ , আমাদের ভোলা.কম।
ভোলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মানিক (২৪) নামে এক দোকান কর্মচারীর মৃত্যু হয়েছে। আজ দুপুরে ভোলা সদর রোডের জাপান গ্লাস হাউজ নামের একটি দোকানে এ দুর্ঘটনা ঘটেছে।
মানিক ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের আলগী গ্রামের মো. রতন মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, সফিউদ্দিনের মালিকানাধিন জাপান গ্লাস হাউজের কর্মচারী মানিক আজ দুপুর সাড়ে ১১ টার দিকে ওই দোকানের দ্বিতীয় তলা অবস্থিত গোডাউন থেকে এসএস পাইপ নামাচ্ছিল। এ সময় অসাবধানতা বশত একটি পাইপ পার্শ্ববর্তী বিদ্যুতের তারে গিয়ে লাগলে মানিক বিদ্যুতায়িত হয়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় মানিকের মৃত্যু হয়।
ভোলা মডেল থানায় ওসি মো. ছগীর মিঞা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।