ভোলায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
কাজী মহিবুল্লাহ আযাদ, আমাদের ভোলা.কম।
ভোলার পূর্ব ইলিশায় পানিতে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার বিকেল ৫টার দিকে ইউনিয়নের ০১নং ওয়ার্ডে লিটন মিঝি বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত শিশুর নাম মোঃ আফ্রিদি (২) পিতা মোঃ লিটন মিঝি।
পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার বিকেল ৫টার দিকে নিজ বাড়ির পুকুরের সামনে খেলতে গিয়ে হঠাৎ পানিতে পড়ে ডুবে মরে ভেসে উঠে। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখোঁজির পর অবশেষে পুকুরে তার লাশ ভাসতে দেখতে পায়। নিহত আফ্রিদির পরিবারে চলছে শোকের মাতম।