ভোলায় গরুবাহী ট্রাকের চাপয় ২ মোটরসাইকেল আরোহী নিহত

কাজী মহিবুল্লাহ আযাদ, আমাদের ভোলা.কম।

ভোলার বোরহানউদ্দিন উপজেলার ডাওরী বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী শাহাদাত (২৪) এবং মিজানা (২৩) নামের দুই বন্ধু নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছে ওই মোটরসাইকেলের তৃতীয় আরোহী নাজমা আক্তার মিতু। বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহাদাত ভোলার বোরহানউদ্দিন উপজেলার দালালপুর গ্রামের মৃত আবু তাহেরের ছেলে এবং মিজান একই উপজেলার টবগী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আবেদ আলীর ছেলে। আহত মিতু তজুমদ্দিন উপজেলার মো. ইউসুফের মেয়ে।
ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন নাজমা আক্তার মিতুর বাবা ইউসুফ জানান, শাহাদাত, মিজান এবং তার মেয়ে মিতু তজুমদ্দিন বাজার থেকে মোটরসাইকেলে চরফ্যাশন যাচ্ছিল। ডাওরী বাজার এলাকায় তাদের মোটরসাইকেলের সাথে কোরবানীর গরু বহনকারী বিপরীতগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংর্ঘষ হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকরা শাহাদাত ও মিজানকে মৃত ঘোষণা করেন। এদিকে গুরুতর আহত মিতু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বোরহানউদ্দিন থানার ওসি মো. এনামুল হক জানান, গরু বহনকারী ট্রাকটিকে জব্দ করা হয়েছে। ড্রাইভারসহ ট্রাকের কাউকে পাওয়া যায়নি।

 

ফেসবুকে লাইক দিন

আর্কাইভ

ডিসেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« নভেম্বর    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

সর্বমোট ভিজিটর

counter
এই সাইটের কোন লেখা অনুমতি ছাড়া কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ!
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।