ভোলায় গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ৩ জনের মৃত্যু, শনাক্ত ১৭৬

কাজী মহিবুল্লাহ আজাদ, আমাদের ভোলা।
ভোলায় ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে আরও তিনজনের মৃত্যু হয়েছে। সবাই ভোলা সদর উপজেলার বাসিন্দা। এ ছাড়া একদিনে ভোলায় ৪১২ জনের নমুনা পরীক্ষা করে ১৭৬ জন করোনা শনাক্ত হয়েছে। আজ বৃহস্পতিবার জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র এ তথ্য জানায়।
গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে ভোলা সদর উপজেলায় ১০৫ জন, দৌলতখানে ১২ জন, বোরহানউদ্দিনে ১৬ জন, লালমোহনে ১৩ জন, চরফ্যাশনে ১৫ জন, তজুমদ্দিনে ১১ জন ও মনপুরায় ৪ জন করোনা পজিটিভ রয়েছে। করোনায় এ পর্যন্ত সুস্থ হয়েছে ২ হাজার ৬২৪ জন।
এ বিষয়ে সিভিল সার্জন ডাক্তার কে এম শফিকুজ্জামান বলেন, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। নিয়মিত মনিটরিং করতে হবে।