ভোলায় কোস্টগার্ডের বহিষ্কৃত মাঝিকে আটক করল কোস্টগার্ড !

ইয়াছিনুল ঈমন, আমাদের ভোলা.কম।
চাঁদাবাজি ও বিভিন্ন বেআইনি কাজের অভিযোগে কোস্টগার্ডের সহযোগি মাঝিকে আটক করেছে কোস্ট গার্ড ভোলা দক্ষিণ জোন। কোস্টগার্ডের বহিস্কৃত সহযোগী মাঝি নাম মোঃ কামাল, পিতা মৃত মোঃ খলিল সাং চর আনন্দ পাঠ, ৬ নং ওয়ার্ড পূর্ব ইলিশা, ভোলা সদর,ভোলা। কামাল বিগত কিছুদিন ধরে ভোলা সদর থানার মেঘনা নদীর ইলিশা,রাজাপুর,রামদাসপুর ও অাশেপাশের এলাকা থেকে কোস্টগার্ডের নাম ভাঙ্গিয়ে বিভিন্ন মাছ ব্যবসায়ী ও সাধারণ জেলেদের কাছ থেকে কোস্ট গার্ডের ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজী করে অাসতেছে। এরই প্রেক্ষিতে বিসিজি বেইস ভোলার গোয়েন্দা সদস্যদের বিশেষ নজরদারির ভিত্তিতে স্বাক্ষী প্রমাণ সহ অদ্য সকাল ১১০০ ঘটিকায় বিসিজি বেইস ভোলা কতৃর্ক ইলিশা জংশন বাজার থেকে চাঁদাবাজ কামাল(৪০) কে আটক করা হয়। অাটককৃত ব্যাক্তিকে পরবর্তী অাইনানুগ ব্যবস্থার জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয় এবং মামলা প্রক্রিয়াধীন।