ভোলার সঙ্গীত জগতের পরিচিত মুখ কণ্ঠশিল্পী মঞ্জু অসুস্হ

বিশেষ প্রতিনিধি, আমাদের ভোলা.কম।   

যার পদচারনা ভোলা জেলা সংস্কৃতিক অঙ্গনের পরিচিতমুখ ক্রান্তি শিল্পী সংস্হার সভাপতি কন্ঠশিল্পী ভোলার ভূপেন হাজারী খ্যাত মন্জুর আহম্মেদ গুরুতর অসুস্হ।দু’চোখের আলো ফিরে পাওয়া নিয়ে শংন্কায় তার পরিবারবর্গ।একসময়ে ভোলা শিল্পকলা থেকে সকল সামাজিক অঙ্গনে তার ভূমিকা ছিল সরব।তাকে ছাড়া ভোলায় সাংস্কৃতিক অঙ্গনের যেকোন অনুস্টান চিন্তাই করা যেতোনা।
জেলা গুণী এই শিল্পী দীর্ঘ একসাপ্তাহ যাবৎ শয্যাশয়ী।অসংখ্য ভক্ত শ্রোতা ও তার সহকর্মি এবং আত্নীয় স্বজনরা তাকে বাসায় ভীড় করেছে।
কিডনী জটিলতা হার্ডে সমস্যার সাথে একদিন সকালে ঘুম থেকে উঠে দেখেন দুটি চোখের আলো মেঘাচ্ছন্ন হয়ে আছে।এরপরে আস্তে আস্তে চোখের আলো নিভে যায়।
তার ক্রমশ অবস্হার অবনতি হলে গতকাল মংগলবার তাকে চিকিৎসার জন্য ঢাকা নেয়া হয়।
কাল বৃহস্পতিবার চোখের ডাক্তার দেখাবেন।এরপর কিডনী ও অন্য রোগের ডাক্তার দেখাবেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
ভোলা জেলার সংগীত প্রেমীরা ভোলার দাবি করেছেন মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ ত্রাণ তহবিল থেকে গুণী এই মহান শিল্পীর চিকিৎসার ব্যাপারে ভোলা জেলাপ্রশাসক মহোদয় অগ্রনী ভূমিকা নিবেন।
এছাড়াও ভোলার বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানানো হয়।শিল্পী মনজুর আহম্মেদের চিকিৎসার জন্য আপনারা আপনাদের সহায়তার হাত বাড়িয়ে দিন।
সকলের দোয়া ও সহযোগিতায় সম্ভব হলে একজন সংস্কৃতিজনের বা একজন গুণীমানুষের স্বাভাবিক জীবন পুনরুদ্ধার সম্ভব।

ফেসবুকে লাইক দিন

আর্কাইভ

ডিসেম্বর ২০২৩
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« নভেম্বর    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

সর্বমোট ভিজিটর

counter
এই সাইটের কোন লেখা অনুমতি ছাড়া কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ!
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।