ভোলার মেঘনায় গাছের ভেলা থেকে নারীর লাশ উদ্ধার

ইয়াছিনুল ইমন, সম্পাদক ,আমাদের ভোলা.কম ।
ভোলার মেঘনা নদীর সোনাডগী এলাকা থেকে কঙ্কাল আকৃতির অজ্ঞাত ২৫ বছরের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেল পাঁচটার দিকে এ লাশ উদ্ধার করে ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে ভোলা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মামলা নম্বর-৩১ ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক রতন কুমার শীল জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ মেঘনা নদীর সোনাডগী এলাকা থেকে কলাগাছের ভেলায় ভাসানো কঙ্কাল আকৃতির অজ্ঞাত ২৫ বছরের এক মহিলার লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশটি ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এবিষয়ে ভোলা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলেও নিশ্চিত করেন তিনি।