ভোলায় স্বাস্থ্যবিধি না মানায় ৭ জনের জেল, ৭০ জনের জরিমানা

ইয়াছিনুল ঈমন, সম্পাদক, আমাদের ভোলা।
৪ আগস্ট সারাদিন ভোলা জেলায় করোনা সংক্রমণ প্রতিরোধে সরকারি নিষেধাজ্ঞা/নির্দেশনা বাস্তবায়ন ও স্বাস্থ্যবিধি প্রতিপালনে ১১টি মোবাইল কোর্টে ৭২টি মামলায় ৭৭জন আসামীর মধ্যে ৭০ জনকে ৬৪,৩০০/-টাকা জরিমানা এবং ৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়।
ভোলা সদর = ৪টি মোবাইল কোর্ট ২০টি মামলায় ২১জনকে ১১,২০০/-টাকা জরিমানা করা হয়
দৌলতখান= ২টি মোবাইল কোর্টে ১৬টি মামলায় ১৭জন আসামীর মধ্যে ১০জনকে ৪০,২০০/-টাকা জরিমানা ও ৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়।
বোরহানউদ্দিন= ১টি মোবাইল কোর্ট ৭টি মামলায় ৭জনকে ৪৫০০/-টাকা জরিমানা করা হয়
লালমোহন= ২টি মোবাইল কোর্ট ৮টি মামলায় ৮জনকে ২৮০০/-টাকা জরিমানা।
চরফ্যাশন= ২টি মোবাইল কোর্ট ২১টি মামলায় ২৪ জনকে ৫৬০০/-টাকা জরিমানা।
০১/৭/২০২১ তারিখ থেকে ০৪/০৮/২১তারিখ সারাদিন পর্যন্ত মোট :
মোবাইল কোর্ট: ৩৭১টি
মামলা: ২৮১৪টি
মোট আসামী: ২৯৯৪জন
অর্থদন্ড: ২৫,০৫,৮০০/- টাকা (২৮৪৬জনকে)
কারাদন্ড: ১৪৮জন