ভোলায় মাইক্রোবাসের ধাক্কায় চিকিৎসক নিহত

বিশেষ প্রতিনিধি, আমাদের ভোলা।

ভোলার লালমোহনে সড়ক দুর্ঘটনায় হিল্লোল দে নামে এক চিকিৎসক নিহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কালমা ইউনিয়নের বাকলাইয়ের দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হিল্লোল দে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন হিসেবে কর্মরত ছিলেন।

নিহতের স্বজনরা জানান, সকালে স্ত্রীকে ঢাকা যাওয়ার জন্য লঞ্চে উঠিয়ে দিতে ভোলা যান হিল্লোল দে। লঞ্চে উঠিয়ে দিয়ে সেখান থেকে মোটরসাইকেলযোগে ফেরার পথে লালমোহনের কালমা ইউনিয়নের ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের বাকলাইয়ের দোকান এলাকায় পৌঁছালে তাকে সামনে থেকে একটি দ্রুত গতির মাইক্রোবাস ধাক্কা দেয়। এরপর আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা হিল্লোল দেকে লালমোহন উপজেলা স্বাস্থ্য নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে লালমোহন থানার ওসি (তদন্ত) এনায়েত হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে ঐ চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ফেসবুকে লাইক দিন

আর্কাইভ

ডিসেম্বর ২০২৩
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« নভেম্বর    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

সর্বমোট ভিজিটর

counter
এই সাইটের কোন লেখা অনুমতি ছাড়া কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ!
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।