বরিশালে পুনাকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি
বিশেষ প্রতিনিধি, আমাদের ভোলা।
“মুজিববর্ষে অঙ্গিকার করি, সোনার বাংলা সবুজ করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ বু্ধবার বাংলাদেশ পুলিশ ও বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) কর্তৃক পুলিশের সকল ইউনিটে একযোগে সামাজিক বনায়ন কর্মসূচির আয়োজন করা হয়।
তারই ধারাবাহিকতায় বরিশাল জেলা পুলিশ ও পুনাক বরিশাল বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করে। সে লক্ষ্যে বরিশাল পুলিশ লাইনস এবং পুলিশ সুপার বাংলো চত্বরে নানা প্রজাতির ফলজ ও ঔষধি বৃক্ষ রোপণ করা হয়।
এতে বরিশাল জেলা পুনাক সভানেত্রী সৈয়দা তৌফিকা রফিক এবং সহ-সভানেত্রী আফরোজা পারভীনসহ পুনাক নেতৃবৃন্দ বিভিন্ন প্রকারের ফলজ ও ঔষধি বৃক্ষের চারা রোপণ করেন। এ সময় বরিশাল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মারুফ হোসেন পিপিএম এঁর পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন জনাব মোঃ শাহজাহান হোসেন বরিশাল জেলা পুলিশ লাইনস এ বিভিন্ন ধরনের গাছের চারা রোপণ করেন। অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোঃ ফরহাদ সরদারসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন ।