মুনিয়া খান
ক্লান্ত পথিক ক্ষ্যান্ত হৃদয়
হওনা একটু সদয়।
মনের কোনে ভয়! তবু হৃদয়
তোমার কথাই কয়।
গোলাপরাঙ্গা ওষ্ঠ তোমার
সোনাঝড়া চুল।
যতই দেখি পাগল পারা মন
করে যে শুধুই ভুল।
দেখতে দেখতে কেমন করে
হয়ে গেছি যে খুন।
দিবে কি প্রিয়া তোর উদাসী এই মন।