দৌলতখানে স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
দৌলতখান, প্রতিনিধি, আমাদের ভোলা।
ভোলার দৌলতখানে জেসমিন আক্তার নামে এক স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার চরপাতা এলাকায় নিজেদের বসতঘরের আড়া থেকে ওড়নায় ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
খবর পেয়ে পুলিশ লাশ থানায় এনে সুরতহাল লিপিবদ্ধ করে ময়নাদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
নিহত জেসমিন আক্তার (১৬) চরপাতা এলাকার আবদুল হাসেমের মেয়ে। সে সুকদেব মদন মোহন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী ছিল।
মেয়ের আত্মহত্যার কারণ জানাতে পারেননি জেসমিনের মা রেবু বেগম। তিনি বলেন, জেসমিন রাতে খাবার খেয়ে তার কক্ষে ঘুমাতে যায়। রাত একটার দিকে মেয়ের খোঁজ নিতে গিয়ে ঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় তাকে দেখতে পাই।
দৌলতখান থানার ওসি বজলার রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে আত্মহত্যার কারণ জানা যাবে।