দৌলতখানে জমে উঠেছে কুরবানির পশুর হাট
নিউজ ডেস্ক , আমাদের ভোলা.কম।
দৌলতখানে জমে উঠেছে কুরবানির পশুর হাট। ঈদের বাকি আছে হাতেগোনা আর কয়েকদিন। এরই মধ্যে জমে উঠতে শুরু করেছে দৌলতখান উপজেলার কোরবানির পশুর হাট। অন্যান্য বছরের তুলনায় এ বছর দেশি গরুকেনার দিকে ক্রেতাদের বাড়তি আগ্রহ লক্ষ করা গেছে ।তবে আজকের হাটে একটি গরুর সর্বোচ্চ দাম উঠেছে ২ লক্ষ ১০ হাজার টাকা এদিকে শতশত মানুষের সমাগমে কোটি কোটি টাকার লেনদেন হবে দৌলতখানের কোরবানির পশুর হাটগুলোতে। তাই সবকিছু মাথায় রেখে এবার পশুর হাটে নিশ্চিন্ত নিরাপত্তার পরিকল্পনা করছে নিরাপত্তা বাহিনী।এ বিষয় দৌলতখান থানা অফিসার ইন-চার্জ এনায়েত হোসেন বলেন, কোরবানির পশুর বাণিজ্য ঘিরে হাটের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।তিনি বলেন, পশুর হাটগুলোর নিরাপত্তায় পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে। । সেই সঙ্গে পশুবাহী ট্রাকের চাঁদাবাজি ও পশুর হাটকে কেন্দ্র করে যে কোনো ধরনের অপতৎপরতা কঠোর হাতে দমন করা হবে