চরফ্যাশনের নিখোজ যুবলীগ সভাপতি ফয়েজ মাহমুদের লাশ উদ্ধার
আল মুকিত, চরফ্যাশন প্রতিনিধি, আমাদের ভোলা.কম।
কীর্তনখোলা নদীর খেয়া পাড়াপাড়ের সময় ট্রলার থেকে পড়ে নিখোঁজ হওয়ার ৫দিন পরে ভোলার চরফ্যাশন উপজেলার ওসমানগন্জ ইউনিয়ন যুবলীগ সভাপতি ফয়েজ মাহমুদের লাশ উদ্ধার করা হয়েছে৷
উল্লেখ্য যে ভোলার চরফ্যাশন উপজেলারওসমানগঞ্জ ইউনিয়ন যুবলীগ সভাপতি হাজি ফয়েজ মাহমুদ শারীরিকভাবে অসুস্থতা জনিত কারণে উস্নত চিকিৎসার জন্য বরিশাল চিকিৎসা শেষে গত বুধবার(১২আগষ্ট) চরফ্যাশনের উদ্দেশ্যে কীর্তনখোলা নদী এলাকার খেয়াঘাট থেকে নদী পারাপারে ট্রলারে ওঠেন।
চলন্ত ট্রলারে মাঝপথে হঠ্যাৎ মাথা ঘুরে নদীতে পড়ে যায়। বরিশাল নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে ফয়েজ মাহমুদকে উদ্ধারের চেষ্টা করে তার খোজ পায়নি। ৫ দিন পর তার সন্ধান মিলে কির্ত্তণখোলা নদিতে।
আজ (১৬ আগস্ট) রবিবার সকাল সাড়ে ১০টায় কীর্তন খোলা নদীতে ফয়েজ মাহমুদের লাশ ভেসে উঠে। বরিশাল বন্দর নৌপুলিশ কীর্তনখোলা নদী থেকে অবশেষে তার মৃতদেহ উদ্ধার করেছেন৷
দুপুর সাড়ে ১২ টায় হাজি ফয়েজ মাহমুদের লাশ পরিবারের নিকট হস্তান্তর করা করেছে তারা।
যুবলীগের নেতা ফয়েজ মাহমুদের মৃত্যুতে ভোলা-৪ (চরফ্যাশন মনপুরা) আসনের জাতীয় সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব গভীরশোক প্রকাশ ও মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন৷
পারিবারিক সূত্রে জানা যায়, আজ রবিবার বাদ আছর জানাজা শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।