খাবার দিতে দেরি করায় ওয়েটারকে গুলি করে হত্যা
ডেস্ক রিপোট, আমাদের ভোলা.কম।
খাবার দিতে দেরি করায় ওয়েটারকে গুলি করে হত্যা করেছেন এক ক্রেতা। স্যান্ডুইচের অর্ডার দিয়েছিলেন ওই ক্রেতা। ওয়েটার দিতে দেরি করায় ক্ষেপে গিয়ে তিনি গুলি করেন, এতে ঘটনাস্থলেই ওয়েটারের মৃত্যু হয়।
এনডিটিভি জানায়, ফ্রান্সের রাজধানী প্যারিসের পূর্বের নইসি-ল্য-গ্রান্ডের একটি রেস্তোরাঁয় শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।
ওয়েটারকে গুলি করার পর সন্দেহভাজন ওই ক্রেতা পালিয়ে যান। তার খোঁজে অভিযান চলছে বলে শনিবার সাংবাদিকদের জানান এক তদন্ত কর্মকর্তা।
কাঁধে গুলি লাগা ২৮ বছরের ওই ওয়েটার কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে মৃত্যুর কোলে ঢলে পড়েন। তার সহকর্মীরা পুলিশকে খবর দেয়।
তাদের একজন বলেন, তাকে একটি স্যান্ডুইচের জন্য হত্যা করা হলো? আমি বিশ্বাস করতে পারছি না।
আরেক নারী বলেন, এটা সত্যিই দুঃখজনক। রেস্তোরাঁটির পরিবেশ খুবই শান্ত এবং এখানে কোনো ঝামেলা ছিল না। মাত্র কয়েক মাস আগে রেস্তোরাঁটি খোলা হয়।
তবে অন্য অনেকে বলেন, ওই এলাকায় মাদকচক্র বেশ সক্রিয় এবং সেখান প্রায়ই নানা অপরাধ ঘটে।