কলাগাছের ভেলায় প্রাপ্ত অজ্ঞাত নারীর লাশ দাফন করেছে আঞ্জুমান মুফিদুল ইসলাম

কাজী মহিবুল্লাহ আযাদ, আমাদের ভোলা.কম।
ভোলা সদরের ইলিশার মেঘনায় কলাগাছের ভেলায় অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করে ইলিশা পুলিশ ফাঁড়ির। ১৫ আগস্ট ইলিশা ফাঁড়ির ইনচার্জ শ্রী রতন চন্দ্র শীল উদ্ধারকৃত নারীর লাশ আঞ্জুমান মুফিদুল ইসলামের হস্তান্তর করে। ভোলা আঞ্জুমান মুফিদুল ইসলামের সাধারন সম্পাদক আলহাজ্ব মু. শওকাত হোসেনের নির্দেশনায় দাফন কাফন বিভাগের পরিচালক হাফেজ বনী আমিনের তত্ত্বাবধানে গতকাল বিকালে লাশটি দাফন করা হয়।