এ্যস্টাজেনেকার ২য় ডোজের ১৬ হাজার টিকা গ্রহন করলেন ভোলা সিভিল সার্জন

ইয়াছিনুল ঈমন, সম্পাদক, আমাদের ভোলা।
ভোলা জেলার এস্ট্রাজেনিকার (AstraZeneca) ২য় ডোজ টিকা বাদ পরা, ১৫৫৫৩ জন মানুষের জন্য ৪ আগস্ট পুরোপুরি এলো ১৬০০০ (ষোলো হাজার) ডোজ টিকা। আজ বেলা ২ টায় এ টিকা আমি গ্রহণ করেছেন ভোলা সিভিলে সার্জন ডাক্তার মোঃ শফিকুজ্জামান। খুব শিগগিরই নির্দেশনা অনুযায়ী এ টিকা প্রদান করা হবে জানিয়েছেন ভোলা সিভিল সার্জন । সাথে আরো ৩৬৮০০ ডোজ এসেছে সিনোফার্মের টিকা।
।