উত্তরা থেকে মিরপুর ঘুরে গেল স্বপ্নের মেট্রো রেল

অনলাইন ডেস্ক, আমাদের ভোলা।
শুক্রবার সকালে দিয়াবাড়ি-পল্লবী অংশে একটি মেট্রোট্রেন পরিচালনা করা হয় । দেশের প্রথম মেট্রোরেলের ভায়াডাক্টের ওপর পরীক্ষামূলক চলাচল শুরু হচ্ছে রোববার (২৯ আগস্ট) থেকে। এদিন সকাল ১০টা থেকে উত্তরার দিয়াবাড়ি-পল্লবী অংশে উড়াল রেলপথে মেট্রোরেলের ট্রেন চলবে।
ভায়াডাক্টের ওপর পরীক্ষামূলক মেট্রোরেল পরিচালনা শুরুর আগে প্রস্তুতি হিসেবে আজ শুক্রবার (২৭ আগস্ট) সকাল ছয়টা থেকে দশটা পর্যন্ত মেট্রোরেলের উড়াল রেলপথের দিয়াবাড়ি-পল্লবী অংশে একটি মেট্রোট্রেন পরিচালনা করা হয়।
বিদ্যুৎচালিত ট্রেন খুব ধীরে ধীরে চালানো হয় এবং রেলপথের বিভিন্ন অংশ পরীক্ষা-নিরীক্ষা ও পর্যবেক্ষণ করা হয়। মেট্রোরেল প্রকল্প বাস্তবায়নে সমন্বয়কারী সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্রে এই তথ্য জানা গেছে।