ঈদ উপলক্ষে ভোলা পুলিশের নানা কর্মসূচি
স্টাফ রিপোটার, আমাদের ভোলা.কম।
ঈদুল আযহা উপলক্ষে ভোলা জেলা পুলিশ বিভিন্ন কর্মসূচি শুরু করেছে। ভোলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারের ভোলা নির্দেশক্রমে আসন্ন পবিত্র ঈদ-উল আযহা ২০১৯ উপলক্ষ্যে জনগনের জান মালের নিরাপত্তা দেওয়া সহ দেশের বিভিন্ন স্থান হইতে ঈদ পালন করতে আসা জনগনদের নিরাপদে বাড়ী ফেরার প্রয়োজনীয় নিরাপত্তা দেওয়া, অবৈধ যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা, মাদক উদ্ধারে লক্ষে ভোলা জেলার সকল লঞ্চঘাটে অস্থায়ী পুলিশ কন্ট্রোল রুম চালু করিয়া জনসাধারনদের নিরাপত্তা দেওয়া, সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা এবং ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ করা সহ বিভিন্ন স্থানে চেক পোষ্ট ডিউটি পালন করেন ভোলা জেলা পুলিশের অফিসার ও সদস্যরা।