আইসক্রিম কিনে না দেওয়ায় প্রেমিককে কুপিয়ে হত্যা করল প্রেমিকা
অনলাইন ডেস্ক : চীনের ঝুমাদিয়া এলাকায় আইসক্রিম কিনে না দেওয়ায় রাস্তার মধ্যেই প্রেমিককে কুপিয়ে হত্যা করেছে প্রেমিকা। এ জুটির সম্পর্ক ছিল মাত্র ২০ দিনের। এ ঘটনায় অভিযুক্ত নারীকে আটক করেছে দেশটির পুলিশ। শুরু করেছে তদন্ত।
প্রত্যক্ষদর্শীদের বরাতে চীনা সংবাদমাধ্যম গুলো জানিয়েছে, প্রেমিকার ওজন বেড়ে গেছে জানিয়ে তাকে আইসক্রিম কিনতে নিষেধ করছিলেন প্রেমিক। এ নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে পাশের দোকানে গিয়ে কাঁচি কিনে আনেন ওই নারী। এক পর্যায়ে মেজাজ হারিয়ে প্রেমিককে ওই কাঁচি দিয়েই কুপিয়ে গুরুতর আহত করেন তিনি।
গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, রাস্তায় দাঁড়িয়ে আছেন এক নারী। আর তার পাশেই পড়ে আছেন ওই যুবক। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও তাকে আর বাঁচানো যায়নি।