অহিদুল হক দুলাল মিয়ার ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক
ইয়াছিনুল ঈমন ,সম্পাদক ,আমাদের ভোলা.কম।
ভোলা পৌরসভার ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর মাইনুল হক শামীম এবং ভোলা বেসরকারি ডায়াগনস্টিক ক্লিনিক মালিক সমিতির সভাপতি জাহিদুল হক শুভ এর পিতা অহিদুল হক দুলাল মিয়া ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বুধবার ৫ আগস্ট ভোর ৫ টায় বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিন ছেলে ও এক মেয়েসহ মৃত্যুকালে তিনি অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বাদ জোহর ভোলা শহরের ঈদগাহ মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
অহিদুল হক দুলাল মিয়ার ইন্তেকালে শোক প্রকাশ করেছেন ভোলা পৌরসভার মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনির, ভোলা পৌরসভার কাউন্সিলর বৃন্দ, বেসরকারি ডায়াগনস্টিক ক্লিনিক মালিক সমিতি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক ব্যক্তিবর্গ প্রমুখ