লকডাউনের অষ্টম দিনে ভোলায় ১০০ জনকে জরিমানা ও ৪ জনের কারাদণ্ড

ইয়াছিনুল ঈমন,সম্পাদক, আমাদের ভোলা।

৭ জুলাই ভোলা জেলায় ১৫টি মোবাইল কোর্টে ১০২ টি মামলায় ১০৪ জন আসামীর মধ্যে ১০০ জনকে ৯৪৫০০/-টাকা জরিমানা এবং ৪জনকে ৩ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

০৭/০৭/২০২১খ্রি. তারিখ সারাদিনে ভোলা জেলায় করোনা সংক্রমণ প্রতিরোধে সরকারি নিষেধাজ্ঞা/নির্দেশনা বাস্তবায়ন ও স্বাস্থ্যবিধি প্রতিপালনে পরিচালিত মোবাইল কোর্ট এর তথ্য।

১.ভোলা সদর = ৮টি মোবাইল কোর্ট ৬০টি মামলায় ৬২জন আসামীর মধ্যে ৬০জনকে ৬৭৩০০/-টাকা জরিমানা ও ৪ জনকে ৩ দিন করে বিনাশ্রম কারাদন্ড

২.দৌলতখান= ২টি মোবাইল কোর্ট ৮টি মামলায় ৮ জনকে ১১৪০০/- টাকা জরিমানা।

৩.বোরহানউদ্দিন= ১টি মোবাইল কোর্ট ৮টি মামলায় ৮ জনকে ৫৫০০/- টাকা জরিমানা।

৪.লালমোহন= ২টি মোবাইল কোর্ট ১৮টি মামলায় ১৮ জনকে ৮১০০/-টাকা জরিমানা।

৫.তজুমদ্দিন= ১টি মোবাইল কোর্ট ৬টি মামলায় ৬ জনকে ১৫০০/- টাকা জরিমানা।

৬.চরফ্যাশনে= বৃষ্টির কারণে মোবাইল কোর্ট পরিচালনা সম্ভব হয়নি

৭.মনপুরা= ১টি মোবাইল কোর্ট ২টি মামলায় ২ জনকে ৭০০/-টাকা জরিমানা।

০১/৭/২০২১ তারিখ থেকে ৭/৭/২১তারিখ পর্যন্ত মোট :

মোবাইল কোর্ট: ১২৯টি

মামলা: ১০৭৩ টি

মোট আসামী: ১১৩৯জন

অর্থদন্ড: ১০,৮৩,৩৫০/- টাকা (১১১১জনকে)

কারাদন্ড: ২৮ জন

ফেসবুকে লাইক দিন

আর্কাইভ

মার্চ ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

সর্বমোট ভিজিটর

counter
এই সাইটের কোন লেখা অনুমতি ছাড়া কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ!
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।