ভোলায় ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাড়াল ১৪

ইয়াছিনুল ইমন, আমাদের ভোলা.কম।

ভোলায় নতুন করে আরও ৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে ভোলা সদর উপজেলায় দুইজন ও চরফ্যাশন উপজেলায় দুইজনকে শনাক্ত করা হয়। এ নিয়ে জেলায় মোট ১৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হলো।

আজ (৩১ জুলাই) বুধবার রাত সাড়ে ৮টার দিকে এ তথ্য জানিয়েছেন ভোলা সিভিল সার্জন ডা. রথীন্দ্রনাথ মজুমদার।

তিনি জানান, নতুন করে আক্রান্তরা ভোলা সদর হাসপাতাল ও চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে ভোলা সদরসহ সাত উপজেলার সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু পরীক্ষার কোনো ব্যবস্থা নেই।

তবে সিভিল সার্জন ডা. রথীন্দ্রনাথ মজুমদার জানান, খুব দ্রুত ভোলায় ডেঙ্গু টেস্ট করার ডিভাইস চলে আসছে। তখন আমরা সহজেই ডেঙ্গু শনাক্ত করতে পারব।

তিনি আরও জানান, গত দুই সপ্তাহে ভোলা জেলায় মোট ১৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে পাঁচজন ভোলা সদর হাসপাতালে ও দুইজন চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।

বাকিরা সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। এরা সবাই ঢাকায় থেকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভোলায় এসেছেন বলেও জানান তিনি।

ফেসবুকে লাইক দিন

আর্কাইভ

মার্চ ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

সর্বমোট ভিজিটর

counter
এই সাইটের কোন লেখা অনুমতি ছাড়া কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ!
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।