প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গত ১লা জুলাই দৈনিক আজকের ভোলা ও দৈনিক আলোকিত বরিশাল পত্রিকায় ” ভোলায় হিসাব রক্ষক কর্তৃক মাছ ব্যবসায়ীর কোটি টাকা লোপাট ॥ উল্টো মিথ্যে মামলা দিয়ে বেকায়দায় ” শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে । সংবাদে আমি মাছ ব্যবসায়ী মানসুর ও আমার ভাই মাকসুদের কাছ থেকে মাছ ব্যবসায়ী কামাল যে সাড়ে তিন কোটি টাকা পাবে বলে মিথ্যা তথ্য প্রচার করেছে তা আসলে সঠিক নয় । কামাল ষড়যন্ত্রমূলকভাবে সাংবাদিক ভাইদের ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করেছে । প্রকৃত ঘটনা হলো আমি মানসুর ,আমার ভাই মাকসুদ ও আমার পরিবার মাজিরহাট মাছঘাটে দীর্ঘদিন যাবৎ সুনামের সহিত মাছ ব্যবসা করে আসছি । ২০১৭ সালে মাছ ব্যবসায়ী কামাল ও আমি একসাথে মাঝির হাটঘাটে মাছ ব্যবসা শুরু করেছিলাম । এক বছর যেতে না যেতেই আমার ব্যবসার অংশীদার কামালের বিভিন্ন অনৈতিক কার্যকলাপ ও টাকা সরানোর বিষয়টি আমার নজরে আসে। আমি এ বিষয়ে কামাল কে জিজ্ঞেস করলে সে তা অস্বীকার করে। ২০১৮ হঠাৎ করে কামাল উধাও হয়ে যায় । তখন কামালের কাছ থেকে টাকা পাওনা মাঝির হাট বাজারের ব্যবসায়ীরা মিলে হিসাব করে দেখলাম কামালের কাছ থেকে সব ব্যবসায়ীরা মোট ৮ লাখ ৫০ হাজার টাকা পাবে। কামালের টাকা নিয়ে পালিয়ে যাওয়ার বিষয়টি আমরা মেদুয়া ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ মনজুর আলমকে অবহিত করেছিলাম। আমি এ বিষয়ে কয়েকবার কামালের বাড়িতে গিয়েও কামালকে খোঁজ করে পাইনি । কামাল আমার কাছে অথবা আমার ভাইয়ের কাছে কোন টাকা পাবে না । আমাদের কাছে কামালের টাকা পাওয়ার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক । কামালের নামে আমরা কোন মামলা করিনি । কামালের বিরুদ্ধে জোসনা বেগম নামে যে মহিলা মামলা করেছে তার সাথে আমাদের কোন সম্পর্ক বা যোগাযোগ নেই । আমরা যে কামালের কাছ থেকে ৮ লাখ ৫০ হাজার টাকা পাব তা আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ বাজারের অনেকেই তা জানে । কামাল আমাদের সাথে প্রতারণা করে আমাদের টাকা নিয়ে চার বছর আগে পালিয়ে গিয়েছিল । চার বছর আগে পালিয়ে গিয়ে হঠাৎ করে এসে আমাদের টাকা পরিশোধ করার ভয়ে আমাদের নামে মিথ্যা অভিযোগ করছে কামাল। কামালের কাছ থেকে মাঝির হাট বাজারের অনেক ব্যবসায়ী টাকা পাওনা রয়েছে । কামালর একজন দুষ্কৃতিকারী ও প্রতারক । তাই গত পহেলা জুলাই তারিখে প্রকাশিত সংবাদের আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি ।
মোঃ: মানসুর ও মোঃ: মাকসুদুর রহমান।
মেদুয়া , দৌলতখান।

ফেসবুকে লাইক দিন

আর্কাইভ

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

সর্বমোট ভিজিটর

counter
এই সাইটের কোন লেখা অনুমতি ছাড়া কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ!
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।