কবি মোঃ আঃ কুদদূস এর কবিতা ” মেহেরবানি “

অনুগ্রহ তোমার, অসীম অপার,
প্রকাশে তার-
পাখির গলায় মুক্তির গান,
নদীর স্রোতে কুলুকুলু তান,
আকাশে আলোর বিচ্ছুরণ,
নিরবে বহে শীতল সমীরণ,
চাঁদ ছড়ায় জোৎস্না অফুরান,
চোখ জুড়ায় সতেজ মরুদ্যান।

তোমার অনুগ্রহে, গ্রহ হতে গ্রহে,
নিরবধি বহে-
দিবস-রজনির কত যে খেলা,
দূর গগনে উড়ে মেঘের বেলা,
উল্কায় পালায় ইবলিসের চেলা,
নদীর ঢেউ হেরি বেলা-অবেলা,
সমুদ্রে ভেসে আসে বিত্ত মেলা
তবুও দুই সাগরের হয় না মেলা।

তব অনুগ্রহরাজি, সর্বত্র আজি,
তাইতো খুঁজি-
অসীম করুণার প্রবাহমান ধারা।
শুভ্র সবুজে কাটে চোখের খরা,
কোন কিছু নেই তব কৃপা ছাড়া,
অন্তরীক্ষে ভাসে ঐ কোটি তারা,
গিরির বুক চিরে বহে ঝর্ণাধারা,
অগণিত অনুকম্পায় ভরা এ ধরা।

তোমার কৃপায়, অবারিত মায়ায়,
যেন কেটে যায়-
আঁধারের অভিশাপ আছে যত;
এ হৃদয়ের জানা-অজানা ক্ষত।
শব্দহীন বুকে হেরি দয়া শত শত,
সে সবে বেঁচে আছি প্রতিনিয়ত,
শক্তি বিলাও, শুধুই তোমার মত,
তৃপ্তির প্রকাশ যেন রয় অবিরত।

২ জুলাই ২০১৯
ঢাকা

ফেসবুকে লাইক দিন

আর্কাইভ

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

সর্বমোট ভিজিটর

counter
এই সাইটের কোন লেখা অনুমতি ছাড়া কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ!
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।