৮ জুলাই ভোলায় ৮৩ জনকে জরিমানা ও ৪ জনকে ৩ দিনের কারাদন্ড

কাজী মহিবুল্লাহ আজাদ, আমাদের ভোলা ।
০৮/০৭/২০২১খ্রি. তারিখ সারাদিন ভোলা জেলায় করোনা সংক্রমণ প্রতিরোধে সরকারি নিষেধাজ্ঞা/নির্দেশনা বাস্তবায়ন ও স্বাস্থ্যবিধি প্রতিপালনে পরিচালিত মোবাইল কোর্ট এর তথ্য।
১.ভোলা সদর = ৮টি মোবাইল কোর্ট ৪৮টি মামলায় ৪৯জন আসামীর মধ্যে ৪৫জনকে ৩৬৪০০/-টাকা জরিমানা ও ৪ জনকে ৩ দিন করে বিনাশ্রম কারাদন্ড
২.দৌলতখান= ১টি মোবাইল কোর্ট ৯টি মামলায় ৯ জনকে ৫০০০/- টাকা জরিমানা।
৩.বোরহানউদ্দিন= ২টি মোবাইল কোর্ট ১৭টি মামলায় ১৭জনকে ৮০০০/- টাকা জরিমানা।
৪.লালমোহন= ১টি মোবাইল কোর্ট ৪টি মামলায় ৪ জনকে ৩৫০০/-টাকা জরিমানা
৫.তজুমদ্দিন= ১টি মোবাইল কোর্ট ৩টি মামলায় ৩ জনকে ৬০০/- টাকা জরিমানা।
৬.চরফ্যাশনে= ১টি মোবাইল কোর্ট ৫টি মামলায় ৬ জনকে ৮৩০০/-টাকা জরিমানা।
৭.মনপুরা=
মোট: ০৮/৭/২০২১ খ্রি. তারিখ সারাদিনে ভোলা জেলার মোবাইল কোর্টের মোট তথ্য-
১৪টি মোবাইল কোর্টে ৮৬টি মামলায় ৮৭জন আসামীর মধ্যে ৮৩ জনকে ৬১৮০০/-টাকা জরিমানা এবং ৪ জনকে ৩ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
০১/৭/২০২১ তারিখ থেকে ৮/৭/২১তারিখ সারাদিন পর্যন্ত মোট :
মোবাইল কোর্ট: ১৪৩টি
মামলা: ১১৫৯ টি
মোট আসামী: ১২২৬ জন
অর্থদন্ড: ১১,৪৫,১৫০/- টাকা (১১৯৪জনকে)
কারাদন্ড: ৩২ জন