স্বাস্থ্যবিধি না মানায় ভোলায় ৩১ জনের কারাদণ্ড, ১২০ জনকে জরিমানা
ইয়াছিনুল ঈমন, সম্পাদক, আমাদের ভোলা।
২৬ জুলাই সারাদিন ভোলা জেলায় করোনা সংক্রমণ প্রতিরোধে সরকারি নিষেধাজ্ঞা/নির্দেশনা বাস্তবায়ন ও স্বাস্থ্যবিধি প্রতিপালনে ১২ টি মোবাইল কোর্টে ১৪১ টি মামলায় মোট ১৫১ জন ব্যক্তির ১২০ জনকে ১,৩৫,৬০০/-টাকা জরিমানা করা হয়। ৩১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়।
১.ভোলা সদর = ৪ টি মোবাইল কোর্ট ৪৬ টি মামলায় ৩০ জনকে ৪৩,৫০০/-টাকা জরিমানা করা হয়। ১৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়।
২.দৌলতখান= ১ টা মোবাইল কোর্টে ৭ টা মামলায় ৭ জনকে ৬,২০০ টাকা জরিমানা করা হয়।
৩.বোরহানউদ্দিন= ২ টা মোবাইল কোর্টে ৩৭ টি মামলায় ৩৭ জন এর মধ্যে ২৭ জনকে ৪৫,৬০০ টাকা এবং ১০ জনকে ০২ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
৪.লালমোহন= ১ টা মোবাইল কোর্টে ১৩ মামলায় ১৫ জনকে ৭,৯০০ টাকা জরিমানা করা হয়েছে।
৫.তজুমদ্দিন= ১ টা মোবাইল কোর্টে ১১ মামলায় ১৩ জনকে ৩,১০০ টাকা জরিমানা করা হয়।
৬.চরফ্যাশন= ২ টা মোবাইল কোর্টে ২৩ মামলায় ২৫ জনের ২২ জনকে ২৫,৮০০ টাকা জরিমানা করা হয়। ০৩ জনকে ০৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
৭.মনপুরা= ১ টা মোবাইল কোর্টে ০৪ মামলায় ০৬ জনকে ৩,৫০০ টাকা জরিমানা করা হয়।
০১/৭/২০২১ তারিখ থেকে ২৬/৭/২১ তারিখ পর্যন্ত মোট : মোবাইল কোর্ট: ২৬৭ টি
মামলা: ২০৯০ টি
মোট আসামী: ২,২১৯ জন
অর্থদন্ড: ১৮,৪৫,১০০/- টাকা ( ২১৫১ জনকে)
কারাদন্ড: ৬৮ জন।