স্ত্রীকে জবাই করে থানায় গেলেন স্বামী
নিউজ ডেস্ক, আমাদের ভোলা.কম।
পরকীয়ার জেরে রাজশাহীতে লাবলি বেগম নামের এক গৃহবধূকে হত্যার পর তার স্বামী শরিফুল ইসলাম রেন্টু থানায় এসে আত্মসর্ম্পণ করেছে।
শুক্রবার ভোর রাতে পবা উপজেলার শিতলাই ইউনিয়নের কলারটিকর গ্রামে হত্যার ঘটনা ঘটে।
পুলিশের ভাষ্যমতে, পরকীয়ার কারণে দীর্ঘদিন যাবৎ ঐ দম্পতির মধ্যে বিবাদ চলছিল। এর জেরে গত রাতে স্ত্রীর পায়ের রগ ও গলা কেটে হত্যা করে রেন্টু।
পরে থানায় এসে পুলিশকে হত্যার কথা জানায়। সকালে পুলিশ গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে। এ ঘটনায় হত্যা মামলা দায়ের হয়েছে। রেন্টু কলারটিকর গ্রামের খোকা আলীর ছেলে।
সূত্র- যমুনা টিভি অনলাইন