লালমোহনে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোঃ এরশাদের ১ম মৃত্যু বার্ষিকী পালিত
সম্পাদক, আমাদের ভোলা.কম।
জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান “সাবেক সফল রাষ্ট্রপতি পল্লীবন্ধু আলহাজ্ব হুসেইন মো: এরশাদ সাহেবের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ ১৪ জুলাই মঙ্গলবার লালমোহন উপজেলা ও পৌর জাতীয় পার্টির উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির নিবার্হী সদস্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোলা ৩ আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ও লালমোহন উপজেলা জাতীয় পার্টির সভাপতি জনাব নুরুন্নবী সুমন।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মাওলানা মাহবুব এলাহী, সাংগঠনিক সম্পাদক জনাব ফারুক উদ্দিন জাহাঙ্গীর, পৌর জাতীয় পার্টির সভাপতি হারুন মিয়া, সাধারণ সম্পাদক মাওলানা মোঃ রিয়াজ উদ্দিন সহ লালমোহন উপজেলা জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সাবেক রাষ্ট্রপতির রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন লালমোহন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মাওলানা মাহবুব এলাহী। দেশে বিরাজমান মহামারী করোনাভাইরাস থেকে দেশবাসীর মুক্তি চেয়েও দোয়া করা হয়।