লালমোহনে মাথাবিহীন লাশ উদ্ধার
লালমোহন প্রতিনিধি, আমাদের ভোলা ডট কম।
ভোলার লালমোহনে মাথাবিহীন এক অজ্ঞাত ব্যক্তির (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার বেলা ১১টার দিকে উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের ফাতেমাবাদ এলাকার মেঘনা নদীর পাড় থেকে এই লাশটি উদ্ধার করে ভোলা মর্গে পাঠানো হয়েছে।
লালমোহন থানার ওসি মীর খায়রুল কবীর জানান, লাশের পড়নে শুধুমাত্র একটি আন্ডার প্যান্ট রয়েছে। এছাড়া গায়ে সবুজ রংয়ের হাফহাতা গেঞ্জি, কোমরে কাইতনের সাথে একটি তাবিজ রয়েছে। লাশটির দু’পা নাইলন রশি দিয়ে বাঁধা।
তিনি মনে করেন , অন্তত ১৫ দিন আগে লোকটিকে অন্য কোথাও হত্যা করে মাথা বিচ্ছিন্ন করে লাশ নদীতে ভাসিয়ে দিয়েছে