লগডাউন শিথিলে নৌপথে ঈদে স্বাচ্ছন্দে বাড়ি ফিরছে মানুষ

মোঃ ইসমাইল , আমাদের ভোলা।

ঈদ উপলক্ষে চলমান লকডাউনের আটদিনের জন্য শিথিল করে গতকাল ১৫ জুলাই (বৃহঃস্পতি বার ) ভোর ৬ টা থেকে ২৩ জুলাই ভোর ০৬টা পর্যন্ত আরোপিত সকল বিধি-নিষেধ শিথিল করার প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রীপরিষদ।

সেই সঙ্গে প্রজ্ঞাপনে বলা হয়েছে, করোনাভাইরাসজনিত রোগ সংক্রমণের পরিস্থিতি বিবেচনায় ২৩ জুলাই ভোর ০৬টা থেকে ০৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত৷ পূণরায় লকডাউন আরোপ করা হবে। আর ওই সময়টায় জরুরি প্রয়োজন ছাড়া সাধারণ মানুষের চলাচল ঠেকাতে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে মাঠে থাকবে সেনাবাহিনী।

এদিকে লকডাউন শিথিল করায় সারাদেশে গণপরিবহন চলাচল করা শুরু হয়।

ঢাকা সহ অন্যান্য জেলার সাথে দক্ষিণাঞ্চল যোগাযোগের অন্যতম মাধ্যম হল নৌপথ।

আজ শুক্রবার ভোলার দৌলতখানের ঐতিহ্যবাহী বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল লঞ্চ ঘাটে গিয়ে দেখা যায়,

লঞ্চ ছাড়ায় ছোট ছোট দোকানীগুলো ও কুলিদের ভীতর নেমেছে খুশীর জোয়ার। এবার তাদের পরিবারে মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পাড়বে।

এদের আয়ের একমাত্র উৎস লঞ্চের যাত্রীদের কাছ থেকে। গেল কয়েকবারের টানা লকডাউনে লঞ্চ বন্ধ থাকায় এরা হিমশিম খেয়ে গেছিলো। পরিবার নিয়ে কখনো খেয়ে কখনোবা না খেয়ে অতি কষ্টে জীবন যাপন করতে হয়েছে। কিন্তু আসন্ন ঈদ উল আযহা উপলক্ষে ৮ দিনের জন্য লকডাউন শিথিল করায় এরা কিছুটা হলে স্বস্তির নিঃশ্বাস ফেলছে।

চারদিকে করোনার করাল ঘ্রাস দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। তবুও পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে সরকার ৮ দিনের জন্য লকডাউন শিথিল করে দেওয়া আগামী ২১ তারিখ ঈদ উদযাপন করে ২৩ তারিখের মধ্যে যার যার কর্মস্থানে ফিরতে হবে, তবুও ঈদের সামন্য খুশী টুকু ভাগাভাগির জন্য নারির টানে ঝুঁকি নিয়ে ঘরমুখো মানুষ।

ফেসবুকে লাইক দিন

আর্কাইভ

সেপ্টেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« আগষ্ট    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

সর্বমোট ভিজিটর

counter
এই সাইটের কোন লেখা অনুমতি ছাড়া কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ!
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।