মিন্নিকে ৫ দিনের রিমান্ড দিল আদালত
নিউজ ডেস্ক, আমাদের ভোলা.কম।
বরগুনায় রিফাত শরীফকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নিকে পাঁচ দিনের রিমাণ্ড দিয়েছেন আদালত। আজ বরগুনা জেলা জজ আদালত এ আদেশ দেন।
গতকাল রাত ৯টায় জিজ্ঞাসাবাদ শেষে মিন্নিকে গ্রেফতার করে পুলিশ। এর আগে, দিনভর তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে পুলিশ জানায়, স্বামী হত্যায় প্রাথমিকভাবে মিন্নির সংশ্লিষ্টতা পাওয়া গেছে।
গত ২৬ জুন সকাল সাড়ে ১০টার দিকে বরগুনা সরকারি কলেজের সামনে রিফাত শরীফকে সন্ত্রাসীরা প্রকাশ্যে কুপিয়ে গুরুতর আহত করে। পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এই ঘটনার একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক আলোড়ন তৈরি হয়।
সূত্র – যমুনাটিভি অনলাইন