মনপুরায় করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু

ভোলার মনপুরায় করোনা উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার কলাতলীর চর ১নং ওয়ার্ডের ওই বাসিন্দাকে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
মনপুরা উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাহমুদুর রশীদ বিষয়টি নিশ্চিত করে জানান, গত দুই দিন আগে জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসলে করো না উপসর্গ থাকায় তাকে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। কিন্তু তিনি সেখানে না গিয়ে বাড়িতে থেকে চিকিৎসা নেন।
সোমবার সকালে তার অবস্থার অবনতি হলে হাসপাতালে আনার পথে তার মৃত্যু হয়। পরে তাকে স্বাস্থ্যবিধি মেনে দাফন করার পরামর্শ দেয়ার পাশাপাশি নমুনা সংগ্রহ করে স্বাস্থ্যবিভাগ।