ভোলায় সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন
ইয়াছিনুল ইমন ,আমাদের ভোলা।
“বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে সাতদিন ব্যাপী বৃক্ষরোপণ ও বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে।
১১সকালে ভোলা জেলা প্রশাসন ও উপকূলীয় বন বিভাগের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন শেষে ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। পড়ে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় ভোলা উপকূলীয় বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ড. মোঃ জহিরুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামান্ বক্তব্য শেষে শিক্ষার্থীর হাতে বিনা মূল্যে চারাতুলে দেন তাদের বাসা বাড়িতে লাগানোর জন্য ।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জামান, ভোলা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস, উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল, ভোলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপপরিচালক মোঃ হাসান ওয়ারিসুল কবির। মেলায় বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধী গাছের ২২ টি স্টল স্থান পেয়েছে।