ভোলায় রিকশা চালকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার।

ইয়াছিনুল ঈমন, আমাদের ভোলা.কম।

নিখোঁজের পাঁচ দিন পর ভোলার আলীনগর সাহেবের কাচারি থেকে রিকশাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১২জুলাই) সকালে ভোলা সদর উপজেলার আলীনগর সাহেবের কাচারির খালপাড় থেকে হাত-পা বাঁধা অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। নিহতের নাম মোঃপারভেজ (১৫)। সে ভোলা সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের মোঃ বিল্লাল মিয়ার ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত সোমবার প্রতিদিনের মত তার গ্যারেজ থেকে সকালে রিকশা নিয়ে বের হয়।সারাদিন রিকশা চালিয়ে প্রতিদিন রাতে বাড়ি ফিরলেও সে দিন আর বাড়িতে ফেরেনি নিহত পারভেজ।পরদিন সকাল থেকে নানা স্থানে খোঁজ নিয়েও তাকে পাওয়া যায়নি।

পরে শুক্রবার (১২ জুলাই) সকালে ভোলা সদর উপজেলার আলীনগর সাহেবের কাচারির খালে পানিতে তার লাশ ভেসে উঠতে দেখে স্থানীরা পুলিশকে খবর দিলে সকালেই লাশ উদ্ধার করে।পরে পুলিশ ময়নাতদন্তের জন্য লাশটি ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

তবে নিখোঁজ পারভেজের লাশ উদ্ধার হলেও রিকশাটি উদ্ধার সম্ভব হয়নি।

ফেসবুকে লাইক দিন

আর্কাইভ

ডিসেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« নভেম্বর    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

সর্বমোট ভিজিটর

counter
এই সাইটের কোন লেখা অনুমতি ছাড়া কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ!
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।