ভোলায় মাদরাসা শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ইয়াছিনুল ঈমন, সম্পাদক, আমাদের ভোলা।
ভোলায় মাদরাসা শিক্ষা অধিদপ্তরের নির্দেশনায় ভোলা জেলার কামিল/ফাজিল /আলিম/দাখিল মাদরাসার অধ্যক্ষ/সুপারদের সাথে স্বাস্থ্য বিধি মেনে কোভিট-১৯ পরবর্তী পাঠদান কার্যক্রম, মাদরাসা শিক্ষার মান উন্নয়ন, অনলাইনে এমপিও/অন্যান্য আবেদন দাখিল ও নিষ্পত্তিকরন এবং অন্যান্য বিষয়ে মতবিনিময় সভা ভোলা দারুল হাদিস কামিল (স্নাতকোত্তর) মাদরাসা ভোলা সদরের হল রুমে সকাল দশটায় অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কে,এম, রুহুল আমিন মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মাদরাসা শিক্ষা অধিদপ্তর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব তামিম আল ইয়ামিন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি,আবু ছালেহ মোঃ নুরনবী নির্বাহী প্রকৌশলী, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ভোলা, জাহিদ হাসান এনডিসি,নুরেআলম ছিদ্দিকি জেলা গবেষনা কর্মকর্তা,জেলা শিক্ষা অফিস ভোলা।
ভোলার বিভিন্ন উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসারগন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জনাব মাওলানা মোহাম্মদ মোবাশ্বিরুল হক নাঈম উপাধ্যক্ষ ভোলা দারুল হাদিস কামিল (স্নাতকোত্তর) মাদরাসা ভোলা।
ভোলা জেলার সকল মাদরাসা প্রধানগণ উপস্থিত ছিলেন।