ভোলায় পুলিশ সুপার কর্তৃক বিভিন্ন থানা পরিদর্শন
ইয়াছিনুল ঈমন, সম্পাদক, আমাদের ভোলা।
বুধবার (২৬ জুলাই) ভোলা জেলার দুলারহাট, চরফ্যাসন ও শশীভূষণ থানা পরিদর্শন করেন জনাব মোঃ মাহিদুজ্জামান বিপিএম, পুলিশ সুপার, ভোলা। এ সময় পুলিশ সুপার মহোদয়কে ফুলেল শুভেচ্ছা ও গার্ড অফ অনার প্রদান করা হয়।
পুলিশ সুপার দুলারহাট, চরফ্যাসন ও শশীভূষণ থানায় কর্মরত সকল অফিসার ও ফোর্সদেরকে থানা এলাকার আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে দক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার নির্দেশনা প্রদান করেন এবং তাদের সমস্যা, সুবিধা-অসুবিধার কথা শুনেন ও বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। এ সময় থানার সকল রেজিস্টারপত্র পর্যালোচনা করেন এবং করণীয় সংক্রান্তে দিক-নির্দেশনা প্রদান করেন জনাব মোঃ মাহিদুজ্জামান বিপিএম,পুলিশ সুপার, ভোলা।
এ সময় জনাব মোঃ মাসুম বিল্লাহ, সহকারী পুলিশ সুপার (তজুমদ্দিন সার্কেল), ভোলা, জনাব প্রণয় রায়, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার, ভোলা, অফিসার ইনচার্জ দুলারহাট, চরফ্যাসন ও শশীভূষণ থানা, ভোলা সহ থানায় কর্মরত সকল অফিসার ও ফোর্সবৃন্দ উপস্থিত ছিলেন।