ভোলায় ছাত্রীকে ইভটিজিং এর দায়ে ১ জনের জেল
কাজী মহিবুল্লাহ আযাদ, আমাদের ভোলা.কম।
ভোলায় কলেজ ছাত্রীকে ইভটিজিং করায় মোঃ রিয়াজ (২০) নামে এক যুবককে ১ বছরের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।আজ ৯ জুলাই (মঙ্গলবার) দুপুরে শহরের নতুন বাজার এলাকায় হাতিরঝিল ব্রিজের কাছে ঐ ছাত্রীকে উত্তক্ত করে রিয়াজ।এই ঘটনায় পুলিশ রিয়াজকে আটক করে মোবাইল কোর্টের কাছে হস্তান্তর করলে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ দিদারুল আলম রিয়াজকে ১বছরের জেল দিয়ে কারাগারে প্রেরন করে।এদিকে শহরের মধ্যে এধরনের ঘটনায় অনেকেই ক্ষোভ প্রকাশ করেছে।